এই Starry Night Beanie টা ডিজাইন করেছিলাম আগের বছর! জানিও কেমন লেগেছে

আমি তোর্সা , KnitKnot by Torsha নামক একটি ছোট বিজনেস এর ফাউন্ডার। Crochet এর কাজ করতে ভীষণ ভালোবাসি , আঁকতে ভালবাসি, পাশাপাশি B.Sc. Agriculture করছি ফাইনাল ইয়ার চলছে। এক বছর আগে কলেজের হাতখরচ চালানোর জন্যে মজায় মজায় শুরু করেছিলাম হাতের কাজ বিক্রি করা কিন্তু ধীরে ধীরে এটা বেশ একটা ভালোবাসার জায়গা হয়ে ওঠে, অনেক মানুষের ভালোবাসা পাই। বিক্রির অধিকাংশ টাকা দিয়ে মা বাবা কে সাহায্য করার চেষ্টা করি , ওদের ছোট খাটো ইচ্ছা পূরণ এর চেষ্টা করি। অনেক বড় কোন বিষয় না এটা জানি কিন্তু অনেকটা আনন্দ খুঁজে পাই। তোমরা জানিও তোমাদের আমার এই হাতের কাজটি কেমন লাগলো। আরো অনেক কাজ শেয়ার করার উৎসাহ পাবো।

আমি তোর্সা , KnitKnot by Torsha নামক একটি ছোট বিজনেস এর ফাউন্ডার। Crochet এর কাজ করতে ভীষণ ভালোবাসি , আঁকতে ভালবাসি, পাশাপাশি B.Sc. Agriculture করছি ফাইনাল ইয়ার চলছে। এক বছর আগে কলেজের হাতখরচ চালানোর জন্যে মজায় মজায় শুরু করেছিলাম হাতের কাজ বিক্রি করা কিন্তু ধীরে ধীরে এটা বেশ একটা ভালোবাসার জায়গা হয়ে ওঠে, অনেক মানুষের ভালোবাসা পাই। বিক্রির অধিকাংশ টাকা দিয়ে মা বাবা কে সাহায্য করার চেষ্টা করি , ওদের ছোট খাটো ইচ্ছা পূরণ এর চেষ্টা করি। অনেক বড় কোন বিষয় না এটা জানি কিন্তু অনেকটা আনন্দ খুঁজে পাই। তোমরা জানিও তোমাদের আমার এই হাতের কাজটি কেমন লাগলো। আরো অনেক কাজ শেয়ার করার উৎসাহ পাবো।